Sunday, April 3, 2022

অবাক কান্ড

ইয়োসিফ ব্রদস্কি এক জায়গায় লিখেছিলেন 
শুনেছ, শহরে নাজিরা দুজন ইহুদিকে মেরে ফেলেছে? 
তাই। অবশ্য এতে নতুনত্ব কিছু নেই। 
আরও দুজন সাইকেল চালককেও মেরেছে ওরা। 
বল কি? সাইকেল চালকরা আবার কি দোষ করল? 

এত দিন ইউরোপ আমেরিকা বলে এসেছে রাশিয়ার বিরুদ্ধে এই স্যাঙ্কশন দেবে, সেই স্যাঙ্কশন দেবে। শুধু বলছেই না, দিয়েছেও। কিন্তু রাশিয়া যেই উল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে তখনই ওরা বলতে চাইছে 

আমরা তোমার বিরুদ্ধে স্যাঙ্কশন দেব এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে স্যাঙ্কশন দেবে কেন। আমরা কী দোষ করেছি?

মস্কো, ০৪ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment