দুই ছেলে তর্ক করছে কোন গাড়ির নীচে পড়ে মারা যাওয়া বেশি প্রেস্টিজের। একজন বলছে রোলস রয়েসের, অন্য জন ফিয়াটের। পাশ দিয়ে যাবার সময় আমি বললাম সবচেয়ে ভালো ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল। বললাম, দেখ মরার পরেও তো গর্ব করার মত কিছু থাকা দরকার অতীত নিয়ে। মরার অতীত কী? জীবন। তখন বলতে পারবে যে তোমার প্রাণ ভোমরা এত বেশি শক্ত ছিল যে তাকে মারতে আস্ত একটা ট্রেন ভাড়া করতে হয়েছিল।
দুবনা, ১০ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment