সন্ধ্যায় গেলাম এক এক্সিবিশনে। ভেবেছিলাম ফটো, দেখি অয়াটার কালারের ছবি। খুব ভাল লাগল। পরিচিত লোকজন দিয়ে ভরা। স্লোভাকিয়ার বন্ধু, আমাদের ডেপুটি ডিরেক্টর ইয়ান এসে বলল
শ্যাম্পেন ঢালবো?
আগে ছবি দেখি, পরে দেখা যাবে।
ও নাছোড়বান্দা।
আর কি আছে?
চা।
তাহলে চা ঢাল।
ও যখন ছোট স্তপকায় চা ঢালল বুঝলাম কিছু একটা রহস্য আছে।
এটা তো কনিয়াক মনে হয়।
না, এটা তাত্রার চা। ৫২%
মানে ভোদকা, কনিয়াক বা হুইস্কির চেয়েও সরেস, তবে প্রচণ্ড টেস্টি। গল্প করতে করতে চার পেগ হয়ে গেল।
এখন বুঝছি এপ্রিল ফুলে ভালোই বোকা সাজলাম। এসিডিটি ভালোই জমেছে।
No comments:
Post a Comment