শুনলাম জার্মানি নাকি এনার্জি কোম্পানি জাতীয়করণের কথা ভাবছে। কেন? আমার ধারণা রাশিয়ার সাথে এক নৌকায় থাকবে না বলে। এটা শুধু জার্মানি নয় আমেরিকা, ইউরোপ সবাই এখন সবকিছুতে মনোপলি আরোপ করে কেমন যেন সোভিয়েত ইউনিয়ন হয়ে যাচ্ছে। যতদিন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া সমাজতান্ত্রিক ছিল, ওরা গণতন্ত্রের পাঞ্জাবী পরে ঘুরে বেড়াত। এখন রাশিয়া পুঁজিবাদী হচ্ছে, ওরাও জার্সি চেঞ্জ করে সমাজতান্ত্রিক হবার চেষ্টা করছে। একেই বলে এলার্জি।
দুবনা, ১৩ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment