বেশ কিছু পোস্টে দেখলাম কপালের টিপকে তারা পতিতার প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করছে। কথায় আছে এক দেশের গালি অন্য দেশের বুলি। তাই আরব বিশ্বে যে চিহৃ পতিতা বোঝায় বাংলাদেশ বা ভারত উপমহাদেশ বা বিশ্বের অন্যত্র সেটা যে তাই বোঝাবে এমন কোন কথা নেই। আরেকটা প্রশ্ন, এর পরেও যারা টিপকে পতিতার প্রতীক বলে মনে করে তারা নিজেদের কার বংশধর ভাবে, কারণ এদের পূর্বসূরীদের প্রায় সবাই কোন না কোন সময়ে টিপ পরত।
দুবনা, ০৮ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment