Saturday, April 30, 2022

লাশ

বেশ কয়েক বছর আগের কথা। এক বাঙালি ছেলে মারা গেছে অসুস্থ হয়ে। টাকা ওঠানো হচ্ছে তার লাশ দেশে পাঠানোর জন্য। সব মিলিয়ে লাখ খানেক। তখন একজন আমাকে বললেন মাত্র দশ পনেরো হাজার টাকা যদি আমরা আগে উঠিয়ে ওর চিকিৎসার জন্য দিতাম তাহলে আজ হয়তো লাখ টাকা উঠিয়ে ওর লাশ পাঠাতে হত না। 

এর আগে ইউক্রেন তার অর্থনীতি চাঙ্গা করার জন্য কয়েক বিলিয়ন ডলার ধার চেয়ে পায়নি, আজ শুধু আমেরিকা ল্যান্ড লিজের মাধ্যমে তাকে ৩৩ বিলিয়ন ডলার ধার দেবে তার মধ্যে ২০ বিলিয়ন অস্ত্র কেনার জন্য, ১০ বিলিয়ন অর্থনৈতিক খাতে আর তিন বিলিয়ন মানবিক খাতে। জানিনা কেন যেন এটা শুনে আমার লাশের কথা মনে পড়ে গেল।

দুবনা, ৩০ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment