Tuesday, April 5, 2022

কুযুক্তি

পুলিশের ছবিতে ফ্রন্ট ভিউ থেকে দেখা যাচ্ছে পেছনে কেউ বসা (পুলিশের ভাষায় তার গর্ভবতী স্ত্রী), সাইড ভিউ বলছে ব্যাগ। এ দুয়ের মধ্যে কি আদৌ সংযোগ আছে? এক সময় দেশে গর্ভবতী গাইকে পয়মন্ত মনে করা হত। কারণ সে সংসারের প্রাচুর্য আনত। আজকাল অনেকেই হয়তো এরকম ব্যাগে করে ঘুষের টাকা বয়ে বেড়ায়। সেদিক থেকে ভাবলে ব্যাগও পয়মন্ত। কিন্তু বর্তমানে বেগম পাড়ার বদৌলতে আমলা পুলিশের বউরাও কম পয়মন্ত নয়। তার মানে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় প্রতীকী অর্থে ব্যাগকে গর্ভবতী বৌ ঐ কনস্টেবল বলতেই পারে। পুলিশ তো লজিকের বাইরে নয়।

দুবনা, ০৫ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment