Sunday, April 3, 2022

চেতনা তুমি চেত না

চেতনার পাঞ্জাবি গায়ে চড়ালেই বা চেতনার শাড়ি দিয়ে নিজেকে মুড়িয়ে রাখলেই যে সরকার চেতনাহীন হবে না তার কোন মানে নেই। যতক্ষণ পর্যন্ত না নিরপেক্ষ ভাবে আইনের প্রয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিপ বলি আর টপ বলি - সব বিষয়েই একদল লোক বিশেষ বিশেষ ক্ষেত্রে সুড়সুড়ি অনুভব করবে। 

চেতা - রাগ করা

মস্কোর পথে, ০৩ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment