আমার ছোটবেলায় দেশে হিজাব, বোরকা এসবের তেমন হিড়িক ছিল না। অপরিচিত লোকের সামনে ঘোমটা দিয়েই সবাই পর্দা করত। সে সময় এলাকার অনেকেই নিয়মিত নামাজ পড়ত কিন্তু কপালে কালো দাগ তেমন একটা চোখে পড়ত না। সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে। মানুষের মধ্যে ধর্ম পালনের হিড়িক পড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। বাড়ছে অসহিষ্ণুতা। জানিনা ধর্মের সাথে দুর্নীতির কোন সম্পর্ক আছে কি না। এখন বিভিন্ন দেশে ফ্যাশান হাউজগুলো হিজাব তৈরি করে। আচ্ছা ডাক্তার বা অন্য কেউ কি কপালে কালো দাগ তৈরির কোন সেবা দানের কথা ভেবে দেখেছে? নাথিং পার্সোনাল জাস্ট বিজনেস।
দুবনা, ০২ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment