স্কুলে যখন পড়ি আমাদের ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হল। এক প্রার্থীর প্রতীক গরুর গাড়ি, অন্য জনের লাঙ্গল। লাঙ্গল মার্কার প্রার্থী মানুষের সুবিধার্থে গরুর গাড়িতে করে ভোটারদের নিয়ে এলেন ভোট কেন্দ্রে। মানুষও মনের সুখে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বাড়ি ফিরল।
অনেক দিন ধরেই আমেরিকা ইউক্রেনে স্ট্রিঙ্গার সাপ্লাই করে আসছে রুশ বিমান ধ্বংস করতে। তবে আজোভ আর ইউক্রেন সৈন্য বাহিনী এসব অস্ত্র শস্ত্র ফেলে প্রাণ নিয়ে পালাচ্ছে প্রায়ই। অস্ত্র চলে যাচ্ছে দনবাসের মিলিশিয়াদের হাতে। গতকাল মারিওপল থেকে দুই হেলিকপ্টারে করে পালানোর সময় আজোভের ৩২ জন (দু জন ধরা পড়েছে, ওদের কথায় প্রতিটি হেলিকপ্টারে ১৭ জন করে ছিল) মারা গেছে। আর সেটা ঘটেছে স্ট্রিঙ্গারের আঘাতে।
পণ্ডিত স্যার বলতেন -
তোমার শিলা, তোমার নোড়া, তোমারই ভাঙ্গি দাঁতের গোঁড়া।
প্রবাদ মাঝে মাঝে সত্য হয়।
দুবনা, ০১ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment