ধর্ম ব্যবসায়ীরা যেমন ঈশ্বরের মাহাত্ম্য বিক্রি করে নিজেদের ইহজাগতিক জীবনে স্বর্গীয় সুখ পেতে চায় ন্যাটো ও তার দোসররা তেমনি গণতন্ত্র, মানবতা, বাক স্বাধীনতা এসবের মাহাত্ম্য বিক্রি করে সারা বিশ্বের উপর নিজেদের খবরদারি বজায় রাখতে চায়। দু' পক্ষই শুধু স্বপ্ন বিক্রি করে আর ক্রেতারা পায় দুঃস্বপ্ন।
দুবনা, ১৬ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment