Wednesday, April 6, 2022

অন্ধকার ভবিষ্যৎ

 


যখন বিপদের সময় কেউ পাশে দাঁড়াবে এই আশা না থাকে তখন অতি ক্ষুদ্র বিপদও বিশাল হয়ে দেখা দিতে পারে। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অতীতে হৃদয় মন্ডলদের পাশে দাঁড়িয়েছে। এই আশা, এই বিশ্বাসটুকু ছিল বলেই তারা ভবিষ্যতের স্বপ্ন দেখেছে। সরকারি আওয়ামী লীগ আর ওদের পাশে দাঁড়ায় না, কেউই দাঁড়ায় না। তাই হৃদয় মন্ডলদের ভবিষ্যত আজ অন্ধকার জেলের ভেতর আটকে থাকে।

দুবনা, ০৬ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment