শশাঙ্ক না আকবর - বাংলা বর্ষপঞ্জির এই বিতর্ক আমার মুজিব না জিয়া - এই বিতর্কের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রবর্তন যে করুক বাংলা পঞ্জিকা আমাদের শরীরের কোষে কোষে, বাঙালির রক্ত কনায়। এখনও এখানে কাল বোশেখির ঝড় আসে, আম পাকে জ্যৈষ্ঠ মাসে, শ্রাবনের বর্ষণ, ভাদ্রের ভরানদী, পৌষের পিঠা আর মাঘের শীত - এরা এই বাংলা পঞ্জিকার দিন তারিখ ধরেই আসে। যা এ জাতির সত্তায় ঢুকে গেছে সেটার আনুষ্ঠানিক রূপ যেই দিক, তা যে হাজার হাজার বছর ধরে এ অঞ্চলে বিরাজমান তাতে কি কোন সন্দেহ আছে?
No comments:
Post a Comment