Friday, April 8, 2022

প্যারাডক্স

নেটে প্যারাডক্স নামে কি একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সে ব্যাপারে কিছু জানেন? 
নেটের প্যারাডক্স সম্পর্কে কিছুই বলতে পারব না, তবে আমার প্যারাডক্সটা নির্ঘাত জানি।
সেটা আবার কি? 
এই যে হাজারটা অসুখ বছরের পর বছর ধরে বেআইনি ভাবে আমার শরীর দখল করে আছে, আমাকে নিরন্তর ভালোবেসেই যাচ্ছে তারপরেও আমি এক বিন্দুও অসুখী নই এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্যারাডক্স।

দুবনা, ০৮ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment