Thursday, April 21, 2022

আসন

 

ছোটবেলায় আসন বলতে বুঝতাম মায়ের সেলাইয়ের কাজ করা চটের টুকরো যেখানে বসে বাবা আহ্নিক করতেন। খাবারের জন্য পিড়ি পেতে দিলে সেটাও আসন হয়ে যেত। ছিল ঠাকুরের আসন। তাতে অবশ্য ঝামেলা ছিল না, ছিল না মারামারি। যেদিন থেকে আসনের সাথে সংসদ নামক শব্দটির গাঁটছড়া বাঁধা হয়েছে তখন থেকেই মনে হয় আসন হয়েছে প্রায় যুদ্ধ ক্ষেত্র।

দুবনা, ২১ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment