ইউক্রেনের বিভিন্ন ব্যবসা ও পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া সাহায্যের টাকা উল্টা আমেরিকায় পাচার করার সাথে বাইডেন, পেলোসি, কেরি সহ বিভিন্ন মার্কিন রাজনৈতিক রথী মহারথীদের সন্তানরা (নিজের ও পালিত) যে ভাবে জড়িত তাতে আমি হতাশ। ভেবেছিলাম করাপশনের ক্ষেত্রে বাংলাদেশ অন্তত আমেরিকাকে হার মানাবে। সে গুড়ে বালি।
দুবনা, ১৫ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment