মারিওপোলে আজোভ স্টিল প্ল্যান্টে আটকে পড়া ইউক্রেন বাহিনীর প্রধান বলেছে সেখানে প্রায় এক হাজার সিভিলিয়ান আছে যাদের বেশির ভাগ নারী ও শিশু। রাশিয়া অনেক দিন থেকেই বলছে ইউক্রেন সেনারা, বিশেষ করে উগ্র জাতীয়তাবাদী শক্তি সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করছে। অনেকেই সেটা বিশ্বাস করতে চায়নি। কিন্তু এখন ওরা নিজেরাই সেটা বলছে। এখানে শুধু ইউক্রেন নয়, আছে প্রচুর বিদেশী ভারাটিয়া সেনা, আছে বেশ কিছু উচ্চপদস্থ ন্যাটোর সামরিক কর্মকর্তা। আর এরা কিন্তু ২৪ ফেব্রুয়ারির আগে থেকেই এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে আছে। তারপরেও আমরা বলব না যে এটা আসলে ইউক্রেনের হাত দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ। এই যে এত কিছুর পরেও শান্তির কথা না বলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ - সেটা ইউক্রেনকে রক্ষা করার জন্য, নাকি তাকে ধ্বংস করার জন্য। আগুনে তেল ঢেলে কেউ আগুন নেভায় না, আগুন যদি নেভাতে চায় তাহলে জল ঢালে। অন্যের রক্তে স্নান করে স্বাধীনতা ও গণতন্ত্রের বুলি আওড়ানো সহজ, তবে তা পাওয়া কঠিন। স্বার্থান্বেষী জাতি কখনও মানবিক হলতে পারে না, তারা শুধু মানবতার ট্যাবলেট বিক্রি করতে পারে বোকাদের কাছে। প্রসঙ্গত বলা দরকার - আমেরিকা ও ব্রিটেন সব সময়ই বলে তাদের কোন বন্ধু নেই, আছে জাতীয় স্বার্থ।
No comments:
Post a Comment