যারা ঘুষ দেয় তাদের নাকি জায়গা হবে জাহান্নামে। নেতার এই কথাটা ফেলে দেবার মত নয়। কারণ দেয়া নেয়ার এই প্রক্রিয়ায় দেয়াটা আগে আর নেয়াটা পরে। তাই কার্য কারণ সম্পর্কে দেয়াটাকে কারণ হিসেবে দেখাই যায়। যাই বলেন দেশে এখনও যুক্তিবাদী নেতা আছেন দেখে ভালো লাগছে।
দুবনা, ২২ মার্চ ২০২২
No comments:
Post a Comment