Tuesday, March 22, 2022

প্রশ্ন

বাংলাদেশের বাতাস নাকি বিশ্ব চ্যাম্পিয়ন, মানে বিশ্বে সবচেয়ে দূষিত। কেন যেন সাথে সাথেই মনে প্রশ্ন জাগল - "কেন, বাংলাদেশে বাতাসও কি ঘুষ খায় নাকি?" তবে এটা ঠিক বাতাস নিজে ঘুষ না খেলেও যাদের বাতাস দূষণ মুক্ত রাখার কথা তারা নিশ্চয়ই ঘুষের কল্কিতে দু এক টান দেয়। আর এভাবেই বাতাসের মস্তিষ্কেও করাপশনের চিন্তাটা ঢুকে পড়ে।

দুবনা, ২৩ মার্চ ২০২২

No comments:

Post a Comment