আজ ইউক্রেন আর্মির ক্যাসেট বোমায় দানিয়েৎস্ক শহরে ২০ জন নিহত ও ৩৬ জন আহত। এরা সবাই সাধারণ মানুষ। ক্যাসেট বোমা ব্যবহার নিষিদ্ধ তবে গণতন্ত্রের জন্য সভ্য সমাজ এ নিয়ে মাথা ঘামাবে বলে মনে হয় না, বরং পারলে কয়েকটা পাঁঠা বলি দিয়ে গণতন্ত্রের দেবীকে পূজা করবে।
মস্কো, ১৪ মার্চ ২০২২
No comments:
Post a Comment