শুনেছি আমেরিকায় নাকি একটা প্রবাদ আছে, তুমি যদি দুই ডলার চুরি করে, তাহলে তুমি চোর আর যদি মিলিয়ন ডলার চুরি কর তাহলে মিলিয়নিয়ার। একই সূত্রে যদি তুমি একজন লোক হত্যা করা তাহলে তুমি খুনি, কিন্তু লাখ লাখ মানুষ হত্যা করলে তুমি জাতীয় বীর। উদাহরণ - বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট।
দুবনা, ২২ মার্চ ২০২২
No comments:
Post a Comment