রাজনৈতিক নেতারা আজকাল বেদেনীর মত - হয় মিথ্যা ভয় দেখায় নয়তোবা মিথ্যা আশার বাণী শোনায়। কখনও প্রথমে ভয় দেখিয়ে উপযুক্ত দক্ষিণার বিনিময়ে আশার আলো দেখায় যা পাওয়া যায় আরও বেশি দক্ষিণা দিলে। যদিও কেউ কিছু পায় না, শুধু দলের বা দলকে যারা চাঁদা দেয় সেই সব কোম্পানির কোষাগার ফুলে ফেঁপে হাতি হয়।
দুবনা, ২৯ মার্চ ২০২২
No comments:
Post a Comment