বাইবেল মতে পৃথিবীতে প্রথম মানবের আবির্ভাব ঘটেছিল বিদ্রোহের ফলে, নিজের অধিকার দাবি করায়, ভিন্ন মত প্রকাশের সাহস দেখানোর জন্য। তখন মানুষ দাঁড়িয়েছিল ঈশ্বরের মুখোমুখি। এরপর থেকে চেইন রিয়াকশনের মত সেটা চলছে তো চলছেই। যখন কেউ নিজেকে সর্বশক্তিমান মনে করে, অন্যের অধিকার দু পায়ে মাড়িয়ে যায় সে তখন নিজেকে আর মানুষ মনে করে না, সে তখন পৃথিবীর ভাগ্য বিধাতা, চাইলেই যেকোন মানুষ বা দেশকে নির্বাসন দিতে পারে। তা সে আসাঞ্জ হোক, ইরান, রাশিয়া যেই হোক। তবে স্বর্গ থেকে নির্বাসিত মানুষ যেমন থেমে থাকেনি, এরাও থাকবে না। কারণ সত্য কারো প্রাইভেট প্রোপার্টি নয়।
দুবনা, ০৬ মার্চ ২০২২
No comments:
Post a Comment