Sunday, March 20, 2022

শান্তি

রুশ প্রবাদ বলে "শান্তি চাও? যুদ্ধের জন্য প্রস্তুত হও।" শান্তি খুবই দামি জিনিস। এটা ভিক্ষা করে পাওয়া যায় না, অনেক কষ্ট করে, অনেক খড়কুটো পুড়িয়ে শান্তি পেতে হয়। যদি শান্তির জন্য যুদ্ধ করতে প্রস্তুত না হন তাহলে দাসত্ব মিলবে, শান্তি নয়।

দুবনা, ২০ মার্চ ২০২২

No comments:

Post a Comment