যে আগুন সব পোড়ায় সে আগুনে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় তারা যারা প্রাসাদে বাস করে। কারণ যারা কুঁড়েঘরে থাকে তারা সব হারালেও তাদের ক্ষতি প্রাসাদের মানুষের ক্ষতির তুলনায় নগণ্য, যদিও সেটা আর্থিক মাপকাঠিতে, মানবিক মাপকাঠিতে নয়। তাই প্রাসাদে থাকা মানুষের আগুন লাগানোর আগে ভাবা উচিৎ তারা এতটা ক্ষতি স্বীকার করতে রাজী কিনা। কারণ আগুনের কাছে ধনী দরিদ্র সবাই সমান হলেও আগুনের প্রতি, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধনী আর দরিদ্রের একই রকম নয়। ফাঁসি কাষ্ঠে জল্লাদ ঝুলালেও ক্ষুদিরামের ফাঁসির জন্য ব্রিটিশরাজকেই দায়ী করা হয়। তাই যদি কেউ ভাবেন অন্যদের হাত দিয়ে খুন করালে আপনাদের ভদ্রলোকের হাতে রক্ত লাগবে না সেটা আপনাদের ভুল ধারণা।
দুবনা, ২৪ মার্চ ২০২২
No comments:
Post a Comment