ব্রিটিশরা ভারতীয়দের মাত্রই ঘৃণার চোখে দেখত। তারপরেও ডিভাইড অ্যান্ড রুল থিওরি অনুযায়ী তারা বিশেষ করে হিন্দু ও মুসলমানদের আলাদা চোখে দেখার ভান করত। পাকিস্তানও একই ভাবে সব বাঙালিকেই আতরাদ মনে করত, যদিও বাঙালি হিন্দুকে বেশি ঘৃণা করত, যদিও একাত্তরে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে হত্যা করেছে। আমেরিকা বা অ্যাংলো-স্যাক্সনরাও স্লাভিকদের বিশেষ করে রুশ, বেলারুশ ও ইউক্রেনদের একই রকম নীচু জাত বলে মনে করে। তবে এই মুহূর্তে ইউক্রেনদের উপরে তুলে এই তিন জাতির মধ্যে বিভেদ ঘটাতে চায়। লক্ষ্য সবাইকে আত্মঘাতী যুদ্ধে লিপ্ত করে ধ্বংস করা, যাতে পরবর্তীতে এই তিন জাতির অবশিষ্ট অংশ সহজেই নিঃশেষ করা যায়। তা নাহলে যুদ্ধের বর্তমান গতিবিধিতে তারা অস্ত্র সরবরাহ না করে যুদ্ধ বন্ধ করার পদক্ষেপ নিত যাতে মৃতের সংখ্যা কমে। সময় বদলায় কিন্তু ডিভাইড অ্যান্ড রুল ঠিকই বেঁচে থাকে। এখন মিডিয়ার মাধ্যমে এই নীতি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হচ্ছে।
দুবনা, ১৭ মার্চ ২০২২
No comments:
Post a Comment