Friday, March 25, 2022

ঘৃণা কি ভালোবাসার অন্য পিঠ?

আমরা ওদের অর্থনীতিকে ভেঙ্গেচুরে ধুলিস্যাত করে দেব। তাতে আমাদের একটু কষ্ট হবে বইকি, তবে গণতন্ত্রের জন্য এটুকু তো ইউরোপ আমেরিকার মানুষকে সইতেই হবে।
আমি এখনও পর্যন্ত রাশিয়ার কাউকে বলতে শুনিনি আমরা ইউক্রেনকে ধ্বংস করে ফেলব। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে তারপরেও কাউকে ইউক্রেনীয়দের গালিগালাজ করতে দেখিনি যেটা আমাদের সব দেশে প্রায়ই দেখি - নিজেদের সমস্যার জন্য অন্য দেশের মানুষদের দোষারোপ করতে। এমনকি ইউক্রেন আক্রমণের অনেক আগে থেকেই শুনেছি বিভিন্ন স্যাঙ্কশনের কথা (আমার প্রায়ই মনে হয়েছে ব্রহ্মাস্ত্রের কথা) এবং সেখানে যত প্রতিহিংসা, যত বিষোদগার করা হয়েছে তখন মনে হয়েছে এত হিংসুক, এত প্রতিশোধ পরায়ণ যারা তারা কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কীভাবে মানবিক সমাজ প্রতিষ্ঠা করবে।
ঘৃণা দিয়ে শুধু ধ্বংসই করা যায়, সৃষ্টি নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আর অস্ত্র বিক্রির জন্য উপযোগী পরিবেশ তৈরি করা - এ দুটো কাজ একেবারেই ভিন্ন ধর্মী। বুদ্ধিজীবীরা অবশ্য তাদের বুদ্ধি দিয়ে সেটা অন্যভাবে বুঝবেন এতে কি সন্দেহ আছে? 
 
দুবনা, ২৫ মার্চ ২০২২
 

 

No comments:

Post a Comment