গতকাল থেকে সারা বিশ্বে হৈ চৈ পড়ে গেছে জাপারঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ নিয়ে। এ নিয়ে লিখেছিলাম। এর পর তা নিয়ে কোন রকম সাক্ষ্য প্রমাণের তোয়াক্কা না করে যে ভাবে রাশিয়াকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে তাতে মনে হয় এটা আসলে পশ্চিমা বিশ্বের অনুমোদনে, এমনকি তাদের নির্দেশনায় হয়েছে। বেচারা কলিন্স। যদি কয়েক বছর অপেক্ষা করতেন তাহলে তাকে আর টেস্ট টিউবে পাউডার নেড়ে ইরাকে রাসায়নিক অস্ত্রের প্রমাণ দেখাতে হত না, কোম্পানি ২১ সেঞ্চুরি ফেইক আরও বেশি নাটকীয় কিছু আবিষ্কার করত তার জন্যে। আজ অধিকাংশ মানুষ বাস করে ভার্চুয়াল রিয়ালিটিতে। এমন কি আমাদের টাকাপয়সা সহায় সম্পদ সবই এক ধরণের ফিকশন।
ফিজিক্সে অনেক দিন ধরে প্যারালেল ওয়ার্ল্ডের ধারণা বেশ জনপ্রিয়। এখন বিভিন্ন ঘটনা নিয়ে রাশিয়া ও পশ্চিমা দৃষ্টিভঙ্গি দেখলে মনে হয় এরা দুই প্যারালেল ওয়ার্ল্ডে বাস করছে।
খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্ট বাতিল করা হচ্ছে পশ্চিমে। অনেক জায়গায় রুশ লেখকদের বই সরিয়ে ফেলা হয়েছে। শুনলাম পোল্যান্ডে সচতাকোভিচ আর চাইকভস্কির মিউজিক নিষিদ্ধ করা হয়েছে। জনগণকে যদি বশে রাখতে চাও তাকে জ্ঞানের আলো আর সৌন্দর্যের পরশ থেকে দূরে রাখ। হায়রে সভ্য বিশ্ব!
দুবনা, ০৫ মার্চ ২০২২
No comments:
Post a Comment