Tuesday, March 1, 2022

বড়লোক

খোকা বড় হয়ে তুমি কি হবে?
বড় হয়ে আমি বড়লোক হব। 
সে তো এমনিতেই হবে। সারা জীবন তো আর ছোট থাকা যাবে না।
না, আমি বড়লোক মানে অনেক টাকার মালিক হব। 
ওক্কে। কিন্তু তার জন্য তো কিছু হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান
বললাম তো বড়লোক হব। বড়লোক হলে ওসব এমনিতেই বনে যাব। 

মনে মনে ভাবলাম ছেলেটা খারাপ বলেনি। পয়সা হলে আজকাল কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, নায়ক, দার্শনিক, মানবপ্রেমী যা খুশি তাই হওয়া যায়। পয়সা যেন আলাদীনের চেরাগ, তা হতে চাইবে তাই বানিয়ে দেবে। আর যদি তুমি ধনী দেশ হও তাহলে তো কথাই নেই - গণতান্ত্রিক, মানবিক, মহান, মহানুভব, দয়ালু, করুণাময় ইত্যাদি বাঘা বাঘা বিশেষণগুলো তোমার গলায় ঝোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে।

দুবনা, ০২ মার্চ ২০২২

No comments:

Post a Comment