মানুষ বদলায় না, বদলায় পরিবেশ আর মানুষ সেই পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়। তাই বন্ধুরা বদলে গেছে বলে অভিযোগ করবেন না, ওরা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছে মনে করে খুশি হোন। ডারুইন দাদু সেই কবেই বলে গেছেন যে যোগ্যরাই বেঁচে থাকে, আর যোগ্য তারা যারা খাপ খাইয়ে নিতে পারে। যোগ্য বন্ধুদের যোগ্য মর্যাদা দিন।
দুবনা, ০৩ মার্চ ২০২২
No comments:
Post a Comment