Wednesday, March 30, 2022

সাম্যবাদ

জার্মানি বলেছে তারা রুবল দিয়ে গ্যাস কিনবে না। জনগণকে ইকোনমি করতে বলছে। কিন্তু এই ইকোনমিক পলিসি যে সে দেশের শিল্পে মানে কল কারখানায় লাল বাতি জ্বালাতে পারে সেটাও কিন্তু কেউ অস্বীকার করছে না। এতে কি কারও কোন ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের কথা বাদ দিলে কারও কোনই ক্ষতি হচ্ছে না। বিশেষ করে পরিবেশ বান্ধব দলগুলোর জন্য। শিল্প যত কম প্রকৃতি তত সবুজ। মনে পড়ছে সমাজ বিবর্তনের সেই চিত্রের কথা - আদিম সাম্যবাদ, সামন্ততন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ। এভাবে চললে জার্মানি অদূর ভবিষ্যতেই সাম্যবাদে প্রবেশ করবে - আদিম সাম্যবাদে।

দুবনা, ৩১ মার্চ ২০২২

No comments:

Post a Comment