Monday, March 21, 2022

কুলাঙ্গার

একজন লোক যখন শারীরিক ভাবে অন্ধ হয় বর্তমান চিকিৎসা তাকে পৃথিবীর আলো দেখাতে পারে কিন্তু সে যখন মিথ্যার মোটা কালো কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে রাখে তাকে সত্যের আলো দেখাবে এমন ডাক্তার আজও পৃথিবীতে জন্মায় নি বিশেষ করে লোকটি যখন বিশাল বিশাল ডিগ্রীর মালিক আর অগাধ জ্ঞানের অধিকারী হয়। যদি আক্রমণ করার জন্য একদল লোক আপনাকে ঘিরে রাখে তাতে সমস্যা নেই, সমস্যার শুরু যখন আপনি সেই চক্র ভেঙ্গে বেরিয়ে আসতে চান। এটা অনেকটা আক্রমণ বা ধর্ষণের জন্য মেয়েদের দোষ দেবার মত। এই যুক্তিতে যারা চলে তারা আসলে সভ্যতার কুলাঙ্গার।

দুবনা, ২২ মার্চ ২০২২

No comments:

Post a Comment