কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তার প্রোফাইলে ঢুকে আগে খোঁজ নিয়ে দেখি। অনেকেই প্রোফাইল লক করে রাখে, তাই সেগুলো এড়িয়ে যাই কারণ জীবন শিখিয়েছে যে জিনিস পত্র ভালো করে দেখে কিনতে হয়, এমনকি বন্ধুত্বও। অনেকেই প্রোফাইল লক না করলেও কোন ইনফর্মেশন সেখানে দেয় না। এটাও কোন উপকারে আসে না লোকটাকে জানতে। আবার কারও কারও প্রোফাইলে তার সাবেক অবস্হার বিশাল ফর্দ, সাবেক এটা, সাবেক সেটা ইত্যাদি। এত সাবেক দেখে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে লোকটাই সাবেক না তো। বন্ধু পাওয়া সহজ নয়।
দুবনা, ১২ মার্চ ২০২২
No comments:
Post a Comment