একসময় অবাক হয়ে ভাবতাম মানুষ রাম রহিম বা অন্যান্য ধর্মীয় গুরু যাদের বিভিন্ন ভণ্ডামি সাক্ষ্য প্রমাণ সহ হাজির করা হয়েছে, তাদের বিশ্বাস করে কীভাবে। আসলে মানুষ বিশ্বাস করার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তাদের শুধু একটু ইশারা করলেই হয়, বাকিটা নিজেরাই বানিয়ে নেয়। এই যে মানুষের নিজের পছন্দের গল্পে বিশ্বাস করার প্রবনতা এটাই ফেইক নিউজের জন্ম দেয়, সেসব নিউজকে ডালপালা মেলতে দেয়। এখন অবশ্য সংবাদ মাধ্যমগুলো আগে থেকেই সেই উর্বর ভূমি তৈরি করে নেয় বিভিন্ন গুজব রটানোর মধ্য দিয়ে। মিথ্যা, অলৌকিক কিছু বিশ্বাস করার প্রবনতা থেকেই এসেছে ধর্ম, আসছে রাজনৈতিক পরাবাস্তববাদ।
দুবনা, ১২ মার্চ ২০২২
No comments:
Post a Comment