তেল, গ্যাসসহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। অথচ সবাই কেনাকাটা কমিয়ে পুঁজিবাদের গালে কষে একটা চপেটাঘাত করতে পারত। গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে, খাবারের পরিমাণ কমিয়ে নিজের শরীরের প্রতি যত্নশীল হতে পারত। তবে আমরা এটা করব না। নিজের ক্ষতি করেই আমরা খুশি। তাই যদি না হত শান্তি চাই, শান্তি চাই শ্লোগান দিয়ে আমরা অস্ত্রের পেছনে পাহাড় পরিমান টাকা খরচ করতাম না।
দুবনা, ১০ মার্চ ২০২২
No comments:
Post a Comment