স্বাধীনতাও আপেক্ষিক। আলো বাতাসে ভরা বিশাল মাঠের চেয়ে এক বালতি জলে যেমন মাছ নিজেকে অনেক বেশি স্বাধীন মনে করে, মানুষ তেমনি নিজের পরিচিত পরিবেশে নিজেকে স্বাধীন মনে করে। আর এ জন্যে সে লড়াই করতেও পিছপা হয় না। মানুষের স্বাধীনতার অনেক গুলো পূর্ব শর্তের একটা হল মাতৃভাষায় কথা বলার, মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার। এই অধিকার যখন খর্ব করা হয় মানুষ তখন রুখে দাঁড়ায় যেমনটা সে করেছিল বাহান্ন সালে।
দুবনা, ০২ মার্চ ২০২২
No comments:
Post a Comment