Thursday, March 3, 2022

লকার

বিগত কয়েকদিন হল ফেসবুক প্রোফাইল লক করার জন্য কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছে। ওকি অন্যদের হাত থেকে আমাকে বাঁচাতে চাইছে না কি আমার হাত থেকে অন্যদের? শান্তি নেই। কোথাও শান্তি নেই। অবশ্য যুদ্ধের বাজারে শান্তি থাকবে কি করে? এই দুর্দিনে ওকে কিনবেই বা কে? আমারই বা নিজেকে লকারে ওঠাতে হবে কেন?

দুবনা, ০৪ মার্চ ২০২২

No comments:

Post a Comment