Thursday, March 3, 2022

তৃতীয় বিশ্বযুদ্ধ

ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম দেখলে মনে হয় যুদ্ধটা ইউক্রেনের মাঠে নয় এসব প্ল্যাটফর্মেই হচ্ছে আর সারা বিশ্বের আবাল বৃদ্ধা বনিতা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছে। এটাই আসল বিশ্বযুদ্ধ। এখানে চর্বিওয়ালা মিথ্যার চাপে সত্য প্রায়ই হারিয়ে যাচ্ছে। এবং যারা জেনেশুনে অন্য পক্ষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার করছে তাদের কেউ কেউ হয়তো সেই মিথ্যাটা বিশ্বাস করে বসে আছে। কিন্তু প্রোপ্যাগান্ডা অলীক, এর কোন সত্য ভিত্তি নেই। সেটা বিশ্বাস করলে আসল সত্যটা হাত থেকে ফস্কে বেরিয়ে যাবে। দেখবেন তখন যেন পস্তাতে না হয়।

দুবনা, ০৩ মার্চ ২০২২

No comments:

Post a Comment