Wednesday, March 16, 2022

বুদ্ধিজীবী

একাত্তরে যারাই পাক বাহিনীর সাথে মিলে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল তাদের আমরা বলি রাজাকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বান্দেরা তার দলবল নিয়ে এটাই করেছে, মানে হিটলারের সাথে যোগ দিয়ে হাজার হাজার রুশ, পোলিশ, বেলারুশ, ইউক্রেনের মানুষ হত্যা করেছে। সেই রাজাকারদের সমর্থকদের আজ আমরা রাজাকার বলেই জানি। তাহলে বান্দেরার অনুসারীরা কেন আজ মুক্তিসেনা হবে? নাকি আমাদের প্রবাসী প্রগতিশীল বুদ্ধিজীবীরা আর রাজাকার বিরোধী নয়। শত হলেও তাদের প্রভূ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছিল। সময়ের সাথে সব বদলায়, মানুষের আদর্শ, বিবেক এমনকি মানুষ নিজেও।

দুবনা,১৬ মার্চ ২০২২

No comments:

Post a Comment