জনমত নিজের পক্ষে এনে কাউকে হিরো বা জিরো করা যায় কিন্তু তাতে সেই লোকের কাজের সুদূরপ্রসারী প্রভাব মুছে ফেলা যায় না। একদিন উত্তরসূরীরা তার কাজের মূল্যায়ন করে তাকে হয় ইতিহাসের আঁস্তাকুড়ে ফেলে দেয় অথবা বীরের মর্যাদায় প্রতিষ্ঠিত করে। মিথ্যা খবর প্রচার করে সাময়িক ভাবে আত্মতৃপ্তি লাভ করা গেলেও পরিণামে দুঃখের সাগরে ডুবতে হয়। ইতিহাস তাই বলে।
দুবনার পথে, ২৮ মার্চ ২০২২
No comments:
Post a Comment