কোন ফাংশনের চরিত্র বুঝতে হলে আমরা তার এক্সট্রিম খুঁজি। যুদ্ধটাও এরকম এক এক্সট্রিম পরিস্থিতি যখন মানুষ চেনা যায়। না, সে ভাল কি মন্দ সে কথা বলছি না, বলছি বিভিন্ন লোক দেখানো কাজের মুখোশের নীচে লুকিয়ে থাকা তার সত্যিকার চেহারার কথা। বিশেষ করে বুদ্ধিজীবীদের প্রকৃত চেহেরার কথা। ডরিয়েন গ্রেতে ভরে গেছে পৃথিবী।
দুবনা, ১৫ মার্চ ২০২২
No comments:
Post a Comment