ছোট কাকা বলতেন বিশ্বাসে মিলায় কেষ্ট তর্কে বহুদূর। কেষ্ট মেলায় কিনা জানি না, তবে বিশ্বাসে কষ্ট যে মেলায় সেটা বলতে পারি। মানুষ এভাবেই এক সময় ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করেছে, এই একই ভাবে মানুষ এখন বিভিন্ন তন্ত্র, বিভিন্ন বাদে বিশ্বাস করছে। এতে শুধুই হানাহানি বাড়ছে। মানুষ যতই নিজেকে আস্তিক বলে চিৎকার চেঁচামিচি করুক না কেন, দিনের শেষে সে আস্তিকই। আস্তিকতা - এটা কোন কিছুতে অন্ধবিশ্বাসের আরেক নাম।
দুবনা, ১১ মার্চ ২০২২
No comments:
Post a Comment