Monday, February 28, 2022

খবর

দাদা, যুদ্ধের খবর কী?
কী আর খবর! বেঁচে বর্তে আছে। এমনকি দিন দিন গায়ে গতরে বাড়ছে। 
না, মানে শেষ হবে কবে?
কি যে বল। ওতো ভালো করে পৃথিবীর মুখই দেখল না এর মধ্যেই শেষ হলে কেমনে চলে। এযে শিশু হত্যা।
আমি কিন্তু সিরিয়াস।
আমিও সিরিয়াস। বলে না "আসা আপন ইচ্ছায় আর যাওয়া পরের ইচ্ছায়"। তার উপর এবার ও এসেছে পরের ইচ্ছায়। 
কোন আশা নেই?
আছে। তবে যত দ্রুত আমরা চাইছি তত দ্রুত নয় আবার যত বিলম্বে ওরা চাইছে তত দেরিতেও নয়। 

দুবনার পথে, ২৮ ফেব্রুয়ারি ২০২২

No comments:

Post a Comment