Saturday, February 26, 2022

আবাল

স্বীকার করি আর নাই করি দীর্ঘ দিন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় বসবাস করে ও বড় হয়ে সমাজতান্ত্রিক ব্লকের দেশগুলোর জনগণ ও নেতৃত্ব রাজনৈতিক ভাবে অনেকটাই ইমম্যাচিউর্ড। যারা সোভিয়েত আধিপত্য থেকে বেরিয়ে স্বাধীন হতে চেয়েছিল তারাই স্বেচ্ছায় আমেরিকার জালে নিজেরাই ধরা দিল। পুঁজিবাদ অন্যের উন্নয়নে কিছু করে না যদি না তাতে নিজে লাভবান হয়। আমার ধারণা যদি পোল্যান্ড আর বাল্টিকের দেশগুলো অতিমাত্রায় রুশ বিরোধী না হত তাহলে রাশিয়া এ রকম ন্যাটো বিরোধী হত না। এসব দেশের ভূমিকা ইউরোপকে শক্তিশালী করেনি, উল্টো অস্থিতিশীল করেছে। আর এটা ব্যহত করেছে ইউরোপের উন্নতি। 

দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২২

No comments:

Post a Comment