Tuesday, February 22, 2022

নাগরিক

শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ - এখানে শহীদ আরবি, মিনার ফার্সি আর পুষ্প সংস্কৃত শব্দ এমন পোস্ট প্রায়ই চোখে পড়ে। কিন্তু সত্যটা হল এ সবই বাংলা শব্দ যাদের বুৎপত্তি বিদেশি। একজন বাঙালি যখন আমেরিকার নাগরিক হন তিনি বাঙালিই থেকে যান, তবে আমেরিকান বাঙালি এবং যেকোন আমেরিকান নাগরিকের মতই সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করেন। একজন আমেরিকান বাঙালি ততটাই আমেরিকান যতটা বাংলা বাংলা ভাষার নাগরিকত্ব পাওয়া বিদেশি শব্দ। 

দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২২

No comments:

Post a Comment