ক্লাসে ছাত্ররা প্রশ্ন না করলে পড়িয়ে মজা পাওয়া যায় না। আজ বিরক্ত হয়ে বললাম এরপর থেকে রাস্তার ওপারে ক্লাস নেব। অনেকক্ষণ পরে ওদের মাথায় ঢুকলো আমি কী বলতে চাইছি। রাস্তার ওপারে সমাধি ক্ষেত্র। ক্লাস যখন চুপ হয়ে যায় তখন তা কবরের কথাই মনে করিয়ে দেয়।
মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২
No comments:
Post a Comment