যখন সংখ্যালঘুদের উপর একটার পর একটা আক্রমণ চলছে তো চলছেই তখন সরকারের অসাম্প্রদায়িক বাংলাদেশের বয়ান কি স্ববিরোধিতা নয়?
না। প্রতিটি আক্রমণ সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করছে। এভাবে চললে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে আর দেশ হবে অসাম্প্রদায়িক। সব সরকারই ভবিষ্যতের কথা ভাবে। সুতরাং তাদের বয়ান তাদের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। অসাম্প্রদায়িকতার অর্থ সবার কাছে যে এক হবে তার তো কোন মানে নেই।
দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২২
No comments:
Post a Comment