আধুনিক বিজ্ঞানে কার্য ও কারণ পরস্পর সম্পর্কিত,। যাই ঘটুক তার পেছনে কারণ থাকে। কারণ ভুলে গেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। অথচ আমরা বারবার সেটাই করি। ধর্মে বিশ্বাসীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাঁর নামে নির্দ্বিধায় সেই সৃষ্টি ধ্বংস করতে পারে, হাজার হাজার মানুষকে অভুক্ত রেখে ঈশ্বরের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে। আবার আমরাও পাঠ্যক্রম থেকে বাংলা ভাষার রথী মহারথীদের সরিয়ে, ভাষার উন্নতির জন্য কিছু না করে বছরে একদিন শহীদদের স্মরণ করে ভাষার প্রতি সব দায়িত্ব শেষ করি। হয়তোবা ভুলে গেছি কেন শহীদদের রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে।
সবাইকে একুশের শুভেচ্ছা।
দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২২
No comments:
Post a Comment