মুক্তমনা মানে বিজ্ঞান মনস্ক হওয়া, প্রশ্ন করা, সন্দেহ করা। প্রশ্ন বা সন্দেহ করা শুধু অন্যকে বা প্রতিষ্ঠিত ধারণাকেই নয়, নিজেকেও। আমরা অনেকেই আজ নিজেকে প্রশ্ন করতে, নিজের বিশ্বাসকে সন্দেহ করতে হয় ভুলে গেছি নয়তো ভয় পাই। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ঘিরে এক ধরণের ডগমা তৈরি করে চলেছি। এরপরেও কি আমরা নিজেদের মুক্তমনা বলে দাবি করতে পারি?
মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২
No comments:
Post a Comment