Thursday, February 10, 2022

আআয় আয়

কেন আমাদের দেশের লোক মাথাপিছু বাৎসরিক আয় ২৫৫০ ডলার হলেও তার মুখ দেখতে পায় না?
আয়টা মাথার পেছনে থাকে, চোখটা মাথার সামনে। চাঁদের এপিঠ-ওপিঠ।
তাহলে কী করা?
নালিশ করা।
কার বিরুদ্ধে?
ঈশ্বরের বিরুদ্ধে করা যেতে পারে চোখ দুটো মাথার সামনে বসিয়েছেন বলে। অথবা ভাষাবিদদের বিরুদ্ধে আয়টা মাথার পেছনে বসিয়ে দিয়েছেন বলে।

দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২২

No comments:

Post a Comment